• Jun 20 2022 - 14:30
  • 128
  • : Less than one minute

ইরান থেকে খনিজপণ্য আমদানি করতে চায় বাংলাদেশ

ইরানের উত্তর খোরাসান প্রদেশ থেকে খনিজপণ্য ও তুলা আমদানির আহ্বান জানিয়েছেন
ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গাওসুল আজম সরকার।

শনিবার উত্তর খোরাসান প্রদেশে চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত এই আহ্বান জানান।
বাংলাদেশের নির্মাণ ও টেক্সটাইল খাত খুব দ্রুত বিকাশ করছে উল্লেখ করে গাওসুল আজম বলেন, এই খাতগুলোতে কাঁচামাল এবং খনিজ পণ্য সরবরাহ প্রয়োজন। আর ইরানি এই প্রদেশ সেই চাহিদা মেটাতে সক্ষম।

খনি, ইউরিয়া এবং অ্যালুমিনিয়াম শিল্পে রপ্তানির জন্য প্রদেশটির উপযুক্ত ক্ষমতা রয়েছে বলেও মন্তব্য করেন বাংলাদেশি রাষ্ট্রদূত। সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: