ইরান জুড়ে ১৩০ মিলিয়ন ডলার মূল্যের ২৬৮টি পর্যটন প্রকল্প উদ্বোধন
ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিষয়ক মন্ত্রী রেজা সালেহি-আমিরি বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের মোট ২৬৮টি পর্যটন প্রকল্পের উদ্বোধন করেছেন।

ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিষয়ক মন্ত্রী রেজা সালেহি-আমিরি বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের মোট ২৬৮টি পর্যটন প্রকল্পের উদ্বোধন করেছেন।
এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৩৩টি হোটেল এবং হোটেল অ্যাপার্টমেন্ট, ৯৮টি ঐতিহ্যবাহী এবং ইকো-ট্যুরিজম আবাসন, ২৬টি ঐতিহ্যবাহী ডাইনিং হল, ১২টি পর্যটন কমপ্লেক্স এবং ৯৯টি অন্যান্য পর্যটন সুবিধা, যা প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে ২,৮৩০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
তেহরানের কেন্দ্রস্থলে একটি বুটিক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে, সালেহি-আমিরি পর্যটন খাতে বিনিয়োগকারীদের প্রচেষ্টার প্রশংসা করেন। তেহরান টাইমস।
.