• Sep 25 2025 - 07:05
  • 3
  • : 1 minute(s)

ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ৩৫ শতাংশ বৃদ্ধি, ইউরেশিয়া চুক্তি বাস্তবায়ন হতে যাচ্ছে

ইরান ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত যৌথ কমিটির প্রথম বৈঠক মস্কোতে শুরু হয়েছে।

ইরান ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত যৌথ কমিটির প্রথম বৈঠক মস্কোতে শুরু হয়েছে।

ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী সাইয়েদ মোহাম্মদ আতাবাক বৈঠকে বলেন, এই চুক্তি কার্যকর হওয়ার ফলে তেহরান ও ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে সর্বাত্মক সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে। বিশেষকরে এই বৈঠকের একই সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান এই ইউনিয়নের পর্যবেক্ষক সদস্য হিসেবে যুক্ত হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের বাণিজ্যমন্ত্রী আন্দ্রে স্লেপনেভও বৈঠকে বলেছেন, এই ইউনিয়ন ইরানের সঙ্গে সহযোগিতা বিস্তারের ক্ষেত্রে শুধু মুক্ত বাণিজ্য চুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং নানা খাতে সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা করছে।

রাশিয়া: ইরানের সঙ্গে বাণিজ্য ৩৫ শতাংশ বেড়েছে

রাশিয়া ফেডারেশনের উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক মস্কোতে ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বলেছেন, ইরান ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার পর থেকে রাশিয়া-ইরান বাণিজ্যিক লেনদেন ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রুশ উপ-প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে তেহরান-মস্কো দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১১.৮ শতাংশ বেড়েছে।

আন্তর্জাতিক অর্থনীতিতে বহুপাক্ষিক মুক্ত বাণিজ্য ব্যবস্থার প্রতি চীনের অঙ্গীকার

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৮০তম বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বলেছেন, চীন বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনায় কোনো বিশেষ সুবিধা দাবি করবে না।

লি আরও বলেন, গত দুই দশকে বেইজিং এ ধরনের সুবিধা ভোগ করার পাশাপাশি বহুপাক্ষিক আলোচনায় সক্রিয় ভূমিকা রেখেছে এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি, বৈশ্বিক বাণিজ্যের স্বাধীনতা ও সহজীকরণে অবদান রেখেছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: