ইন্ডিফেস্টে পুরস্কার জিতেছেন ইরানি অভিনেত্রী ফাতেমে
মেসাম মোহাম্মদখানি পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘স্টুপিড’ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ১৫তম ইন্ডিফেস্টে একটি পুরস্কার জিতেছে।
মেসাম মোহাম্মদখানি পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘স্টুপিড’ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ১৫তম ইন্ডিফেস্টে একটি পুরস্কার জিতেছে।চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য ফাতেমে মোখতারি প্রধান অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। গত সপ্তাহে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। একটি নির্দিষ্ট বিভাগে প্রবেশের জন্য মূলত এই পুরস্কার প্রদান করা হয়। শনিবার বার্তা সংস্থা ইরনা এই খবর জানিয়েছে।
২০২৪ সালে নির্মিত ২৩ মিনিটের চলচ্চিত্রটি মারজিহকে নিয়ে তৈরি করা হয়েছে। সে ছাত্রাবাসে বসবাসকারী একটি ছোট ছাত্রী। সে রুমমেটের কাছে উত্যক্তের শিকার হয়।
ফাতেমে মোখতারি চলচ্চিত্রটিতে মারজিহের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া আরও অভিনয় করেছেন ইলহাম আহমাদি, সাগি হাজপুর, কিমিয়া খালাজ, সাইদে রৌদবারাকি এবং মোতাহারে মুসাভি।
সূত্র: তেহরান টাইমস
.