• Oct 23 2022 - 12:06
  • 90
  • : Less than one minute

ইনোভা ২০২২-এ ইরানি উদ্ভাবকদের সাফল্য

৪৬তম আন্তর্জাতিক উদ্ভাবন শো (ইনোভা ২০২২) এ স্বর্ণপদক জিতেছে ইরানের একটি উদ্ভাবক দল।

৪৬তম আন্তর্জাতিক উদ্ভাবন শো (ইনোভা ২০২২) এ স্বর্ণপদক জিতেছে ইরানের একটি উদ্ভাবক দল। ১২ থেকে ১৫ অক্টোবর ক্রোয়েশিয়ার ওসিজেকে এই শো অনুষ্ঠিত হয়।
 
ইভেন্টটি আয়োজন করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ইনভেনটরস অ্যাসোসিয়েশন (আইএফআইএ) এবং ওয়ার্ল্ড ইনভেনশন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন (ডব্লিউআইআইপিএ)।
ইনোভা প্রতিযোগিতায় জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, ফ্রান্স, সিঙ্গাপুর, কানাডা, ইন্দোনেশিয়া এবং ইরানসহ ৪০টি দেশের প্রায় এক হাজার দল অংশগ্রহণ করে।ইরানি দল বিজ্ঞাপন ও পর্যটন বিভাগে স্বর্ণপদক জিততে সক্ষম হয়।  সূত্র: তেহরান টাইমস।
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: