• Jan 16 2025 - 14:15
  • 25
  • : Less than one minute

ইনজেকশন কলম তৈরি ইরানের, লাগবে যে কাজে

ইরানের একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি দেশীয় জ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভর করে একই ধরনের বিদেশি পণ্যের সমান গুণমানের ইনজেকশন কলম তৈরিতে সফল হয়েছে।

ইরানের একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি দেশীয় জ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভর করে একই ধরনের বিদেশি পণ্যের সমান গুণমানের ইনজেকশন কলম তৈরিতে সফল হয়েছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক আলিরেজা সাদেঘি বলেছেন, এই ইনজেকশন কলমগুলি ইনসুলিন, গ্রোথ হরমোন এবং স্লিমিং ও বন্ধ্যাত্বের ওষুধ সহ সব ধরনের ইনজেকশনযোগ্য ওষুধের জন্য ব্যবহার করা যাবে।

তিনি আরও বলেন, এই কলম উৎপাদন করা হবে দেশকে স্বনির্ভর করার একটি পদক্ষেপ এবং একই ধরনের আমদানিকৃত পণ্যের চাহিদা দেশীয়ভাবে পূরণ করা সম্ভব হবে।

সাদেঘি বলেছেন, তাদের লক্ষ্য রয়েছে অদূর ভবিষ্যতে ইনজেকশন কলমের অভ্যন্তরীণ চাহিদার ৩০-৬০ শতাংশ সরবরাহ করার। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: