ইতালিকে হারিয়ে ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতল ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান অনূর্ধ্ব ২১ ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরান অনূর্ধ্ব ২১ ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। গতকাল (রোববার) বাহারাইনে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে ইরান চরম প্রতিদ্বন্দ্বী ইতালিকে পরাজিত করে। ইরানি দল পাঁচ-সেটার শিরোপা লড়াইয়ে জয়লাভ করেছে।
অনূর্ধ্ব ২১ বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপে এ নিয়ে ইরান দুইবার বিজয়ী হলো। এছাড়া, ২০০৭ সালে ইরানের দলটি ব্রোঞ্জ পদক পেয়েছিল। অন্যদিকে ইতালি এ নিয়ে এই ইভেন্টে তৃতীয়বারের মতো রৌপ পদক পেল।
ইতালি ২০২১ সালে অনূর্ধ্ব ২১ বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিল। এছাড়া, ইতালি স্বর্ণসহ মোট আটবার অনূর্ধ্ব ২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছে।
অনূর্ধ্ব ২১ বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপে ইরান গতকাল খেলার শুরুতে দারুন সূচনা করে। মাঝখানের দুটো সেটে তারা পরাজিত হয়। তবে শেষ দুটি সেটে বিরাট আধিপত্য সৃষ্টি করে ইরান।
গতকালের এই বিজয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং হোসেন আমির আব্দুল্লাহিয়ান ইরানি ভলিবল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।#
পার্সটুডে
.