• Apr 6 2025 - 09:06
  • 14
  • : Less than one minute

ইচ্ছাশক্তিই সব: দুই পা নেই, তবু জয় করলেন এভারেস্টের বেস ক্যাম্প

ইরানের দুই পা হারানো পর্বতারোহী সাজ্জাদ সালারভান্দ এভারেস্টের বেস ক্যাম্প জয় করেছেন।

ইরানের দুই পা হারানো পর্বতারোহী সাজ্জাদ সালারভান্দ এভারেস্টের বেস ক্যাম্প জয় করেছেন। দুই পা না থাকার পরও তার এই অর্জন অন্য পর্বতারোহীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

পার্সটুডের তথ্য বলছে, এই ইরানি পর্বতারোহী এভারেস্টের ৫,৩৪০ মিটার উচ্চতার বেস ক্যাম্পে আরোহণ করেছেন নিজের প্রবল ইচ্ছাশক্তিকে পুঁজি করে। সালারভান্দ এর আগেও অন্যান্য উঁচু শৃঙ্গে আরোহণ করেছেন।

 

বিশ্বের সেরা তায়কোয়ান্দো ক্রীড়াবিদদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আরিয়ান সালিমি

ওয়ার্ল্ড তায়কোয়ান্ডো ফেডারেশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইরানের আরিয়ান সালিমি এখনও ৮০+ কেজি ওজন বিভাগে ২০০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন এবং বিশ্বের সেরা তায়কোয়ান্দো ক্রীড়াবিদদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: