• May 11 2022 - 14:39
  • 85
  • : 1 minute(s)

ইউরোপের তেল চাহিদার অংশবিশেষ পূরণ করতে পারে তেহরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম ডেপুটি প্রেসিডেন্ট মাসুদ মীরকাজেমি বলেছেন, ইউরোপের দেশগুলো যদি দীর্ঘমেয়াদি চুক্তি করতে এবং তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপের সুযোগ দেবে না বলে নিশ্চয়তা দিতে প্রস্তুত থাকে তাহলে ওই অঞ্চলের তেল চাহিদার একটি অংশ পুরণ করতে পারে তেহরান। 

গতকাল (সোমবার) ইরান সফররত পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জিবিগনিউ রাউয়ের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন ইরানের ডেপুটি প্রেসিডেন্ট। মীর কাজেমী ইরানের পরিকল্পনা এবং বাজেট সংস্থার নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, ইউরোপের সরকারগুলো যদি তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে তবে ইরান থেকে সহজেই তেলের সরবরাহ পাবে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইউরোপ যদি তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাহলে তাদের কৌশল পুনর্নির্ধারণ করতে হবে। ইরান থেকে ইউরোপকে তেল নিতে হলে তৃতীয় পক্ষ দ্বারা প্রভাবিত হওয়া বন্ধ করতে হবে।

বৈঠকে তিনি আরো বলেন, ইরান এবং পোল্যান্ডের সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিত আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশ তাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়াতে পারে।

বৈঠকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান এমন একটি দেশ যার সামনে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। দু দেশ নিকট ভবিষ্যতে উল্লেখযোগ্য মাত্রায় অর্থনৈতিক লেনদেন বাড়াতে পারে। তিনি জানান, ইউরোপের বিভিন্ন দেশ ইরান সম্পর্কে যে ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে পোল্যান্ড তার বিরোধিতা করে আসছে। সূত্র: পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: