ইউরোপীয় নেতার বার্তা নিয়ে রাশিয়া সফরে এসেছি: পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে একজন ইউরোপীয় নেতার বার্তা নিয়ে রাশিয়া সফরে গেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে একজন ইউরোপীয় নেতার বার্তা নিয়ে রাশিয়া সফরে গেছেন।তিনি আরো বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করার ব্যাপারে ওই বার্তায় গুরুত্বপূর্ণ রোড-ম্যাপ রয়েছে।
তিনি বুধবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আব্দুল্লাহিয়ান বলেন, ইউক্রেন ইস্যুতে ইরান তার সর্বোচ্চ পর্যায়ের নীতি-অবস্থানের কথাও রাশিয়াকে জানিয়েছে।
তবে তিনি ঠিক কোন ইউরোপীয় নেতার বার্তা নিয়ে মস্কো সফরে গেছেন তা খুলে বলেননি। এছাড়া, ইউক্রেন সংঘাতের শুরু থেকে ইরান যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থানের কথা বারবার ব্যক্ত করে এসেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন ইস্যুতে মানবিক বিষয়াদি, যুদ্ধবন্দি বিনিময় এবং জাপোরজ্জিয়া পরমাণু স্থাপনার মতো কিছু স্পর্শকাতর বিষয় রয়েছে এবং চলমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সব পক্ষকে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।
বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহারের অন্যতম শক্তিশালী দাবিদার ইরান জাপোরজ্জিয়া পরমাণু স্থাপনা ও এর আশপাশের পরিবেশকে নিরাপদ করার জন্য প্রয়োজনীয় সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।# পার্সটুডে
.