• Jul 6 2023 - 07:21
  • 73
  • : 1 minute(s)

ইউরোপীয় দেশগুলোতে ইসলাম-বিদ্বেষ কার্যকরভাবে রুখে দিন: ইরান

ইউরোপীয় দেশগুলোতে ইসলাম-বিদ্বেষ ছড়িয়ে দেয়ার যে অপচেষ্টা চলছে তা কার্যকরভাবে রুখে দেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

ইউরোপীয় দেশগুলোতে ইসলাম-বিদ্বেষ ছড়িয়ে দেয়ার যে অপচেষ্টা চলছে তা কার্যকরভাবে রুখে দেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সুইডেনে সম্প্রতি পবিত্র কুরআন অবমাননার ন্যক্কারজনক ঘটনা ঘটার পর তেহরানের পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মঙ্গলবার ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

ইরান এর আগে সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে। জোসেপ বোরেলের সঙ্গে ফোনালাপে আমির-আব্দুল্লাহিয়ান সুইডেনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনায় সারাবিশ্বের মুসলমানদের অনুভূতিতে মারাত্মক আঘাত লেগেছে।

এ সময় জোসেপ বোরেল দাবি করেন, পবিত্র কুরআনের অবমাননা ইইউর নীতি-অবস্থান নয়। ইউরোপীয় ইউনিয়ন যেকোনো ধর্মের অবমাননার নিন্দা জানায়।

ইইউর প্রধান কর্তাব্যক্তি এমন সময় এ দাবি করলেন যখন সুইডেনে পবিত্র কুরআন অবমাননার এক সপ্তাহ পেরিয়ে গেলেও ইইউ এ ঘটনার নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেয়নি।

গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। তাদেকে এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কুরআন অবমাননা করার জন্য ওই ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়।

ইরান তাৎক্ষণিকভাবে ইসলাম অবমাননাকর এ তৎপরতার তীব্র নিন্দা জানায়। এরপর আরো বহু মুসলিম দেশ সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে এবং ওআইসি জরুরি বৈঠক ডেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে। #

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: