• Jun 20 2022 - 14:35
  • 125
  • : Less than one minute

ইউক্রেন ইস্যুতে সমস্যা হলো ন্যাটোর সম্প্রসারণ: ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইউক্রেন ইস্যুতে প্রধান সমস্যা হলো পশ্চিমারা কোনো বিচার-বিশ্লেষণ ছাড়াই যেখানেই পারছে সেখানেই ন্যাটোকে সম্প্রসারণের চেষ্টা করছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইউক্রেন ইস্যুতে প্রধান সমস্যা হলো পশ্চিমারা কোনো বিচার-বিশ্লেষণ ছাড়াই যেখানেই পারছে সেখানেই ন্যাটোকে সম্প্রসারণের চেষ্টা করছে।

আজ রোববার কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জুমার্ত তোকায়েভ'র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, আমেরিকাসহ পশ্চিমারা প্রতিনিয়ত পূর্ব ও পশ্চিম এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব বলয় বিস্তার এবং দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে ইরান ও কাজাখস্তানের উচিৎ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আঞ্চলিক ইস্যুতে সহযোগিতা আরও জোরদার করা।

তিনি আরও বলেন, একজন ইসলামি দার্শনিক ও বিজ্ঞানী হিসেবে কাজাখ বংশোদ্ভূত ফারাবি'র অবদান নিয়ে ইরানে হাজার বছর ধরে গবেষণা ও অধ্যয়ন হচ্ছে। এটা ইরান ও কাজাখস্তানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা এবং একটি যৌথ কমিটি গঠনের ভিত্তি হতে পারে।

আজকের বৈঠকে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিও উপস্থিত ছিলেন। -পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: