• Jan 25 2024 - 09:00
  • 39
  • : 1 minute(s)

আমেরিকার সমর্থন বন্ধ হলে নেতানিয়াহু ১০ মিনিটও টিকতে পারবে না

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা সমর্থন দেয়া বন্ধ করলে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১০ মিনিটও টিকতে পারবে না।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা সমর্থন দেয়া বন্ধ করলে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১০ মিনিটও টিকতে পারবে না।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে গতকাল (মঙ্গলবার) দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আমির আবদুল্লাহিয়ান। গাজায় যখন ইহুদিবাদী ইসরাইলের বর্বর ও রক্তক্ষয়ী আগ্রাসন অব্যাহত রয়েছে এবং তা অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তখন তিনি মার্কিন গণমাধ্যমের কাছে এই সতর্কবার্তা উচ্চারণ করলেন।

আবদুল্লাহিয়ান বলেন, এরইমধ্যে যুদ্ধের ক্ষেত্র বিস্তৃত হয়েছে যার অর্থ হচ্ছে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বাইরের অঞ্চলেও বিস্তৃত হতে পারে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমেরিকা যদি আজকে ইসরাইলকে অস্ত্র ও সামরিক সরঞ্জামসহ রাজনৈতিক এবং গণমাধ্যমের সমর্থন দেয়া বন্ধ করে তাহলে আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে, নেতানিয়াহু দশ মিনিট টিকতে পারবে না। ফলে তেল আবিব থেকে সংকট মেটার আগে ওয়াশিংটন থেকে এই সমস্যার সমাধান হতে হবে।”

আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, “এই যুদ্ধ থেকে কেউ লাভবান হবে না, আমরা কখনো যুদ্ধকে সমাধান মনে করি না বরং ইরান পুরো মধ্যপ্রাচ্যে সব সময় শান্তি চায়।”#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: