• Jul 9 2025 - 06:14
  • 40
  • : Less than one minute

আমেরিকার পক্ষ থেকে আমাদের কাছে বার্তা এসেছে: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ আজ (মঙ্গলবার) বলেছেন- সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আমাদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে যে, তারা আলোচনার টেবিলে ফিরে আসতে আগ্রহী।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ আজ (মঙ্গলবার) বলেছেন- সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আমাদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে যে, তারা আলোচনার টেবিলে ফিরে আসতে আগ্রহী। আন্তর্জাতিক অধ্যয়ন কেন্দ্রের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন সাঈদ খাতিবজাদেহ।

তিনি ইরান-মার্কিন আলোচনার ভবিষ্যৎ সম্পর্কে সাংবাদিকদের বলেন, আমেরিকা আলোচনার টেবিলে ফিরে আসতে চায় বলে সম্প্রতি বার্তা পাঠিয়েছে।

খাতিবজাদেহ আরও বলেন- এটা সবাই জানেন যে, আমরা আলোচনার মাঝখানে ছিলাম। এই আলোচনার মাঝেই তারা হামলা করেছে। কার্যত আলোচনার টেবিলকেই তারা হামলা করেছে। আমরা জেনেভায় ইউরোপীয়দের সাথে আলোচনার মাঝখানে ছিলাম। সেই আলোচনার টেবিলেও তারা আক্রমণ করেছে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, যেকোনো আলোচনার জন্য ন্যূনতম আস্থা প্রয়োজন। আমরা বলতাম যে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবিশ্বাসের একটি উঁচু প্রাচীর রয়েছে, কিন্তু ইরানের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যে স্পষ্ট আগ্রাসন চালানো হয়েছে তাতে আস্থার আর কিছুই বাকি নেই।

খাতিবজাদেহ আরও বলেন, ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের ক্ষেত্রে আমেরিকার দায় ক্ষমার অযোগ্য, তবে কূটনীতি সর্বদাই ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র নীতির মৌলিক নীতি। যথাসময়ে প্রয়োজনে কর্মকর্তারা আলোচনার বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন বলে উল্লেখ করেন এই কূটনীতিক।#  

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: