আমেরিকার আগ্রাসী চরিত্র সবার সামনে উন্মোচিত হয়ে পড়েছে: ইরান
ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, ওই হামলার মাধ্যমে সাম্রাজ্যবাদী আমেরিকার আগ্রাসী ও মানবতাবিরোধী চরিত্র সবার সামনে উন্মোচিত হয়ে পড়েছে।
ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, ওই হামলার মাধ্যমে সাম্রাজ্যবাদী আমেরিকার আগ্রাসী ও মানবতাবিরোধী চরিত্র সবার সামনে উন্মোচিত হয়ে পড়েছে।
তিনি গতকাল (রোববার) ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাতের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন। রায়িসি বলেন, বিশ্বের স্বাধীনতাকামী প্রতিটি জাতি ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইয়েমেনিরা বহু বছর ধরে বিদেশি আগ্রাসন প্রতিহত করে নিজেদেরকে শক্তপোক্ত করে নিয়েছে। কাজেই তারা এখন ফিলিস্তিনি জাতির পাশে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে তাদেরকে কেউ টলাতে পারবে না।
রায়িসি বলেন, গাজা উপত্যকার অধিবাসীদের বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালিয়ে দখলদার ইসরাইল এখন ‘গণহত্যাকারী’ ঘাতক হিসেবে চিহ্নিত হয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের মৌলিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ হবে।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে ইয়েমেনি নেতা মাশাত বলেন, তার সংগঠন গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ইসরাইল-বিরোধী পদক্ষেপ নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে কোনো অবস্থায় সরে আসবে না। তিনি বলেন, গাজায় ইহুদিবাদীদের আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজে হামলা অব্যাহত থাকবে।
গত শুক্রবার ভোররাতে ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের ৩০টি স্থানের প্রায় ৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এতে পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়। পরদিন শনিবার ব্রিটিশ বাহিনী আমেরিকাকে সঙ্গ দেয়া থেকে বিরত থাকে এবং ওই দিন মার্কিন সেনারা ইয়েমেনে দুই দফা হামলা চালায়।
ইয়েমেনের হুথি যোদ্ধারা জানিয়েছেন, ওই দুই হামলায় কেউ হতাহত হয়নি এবং তাদের তেমন কোনো ক্ষতিও হয়নি। হুথি নেতারা প্রত্যয় জানিয়ে বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদীদের আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজে হামলা অব্যাহত থাকবে।#
পার্সটুডে