• Jun 21 2022 - 14:36
  • 93
  • : Less than one minute

আমেরিকা তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিলে তবেই চুক্তি সম্ভব

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের ওপর থেকে আমেরিকা যদি সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তবেই কেবল ওয়াশিংটনের সঙ্গে পরমাণু ইস্যুতে চুক্তি করা সম্ভব হবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের ওপর থেকে আমেরিকা যদি সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তবেই কেবল ওয়াশিংটনের সঙ্গে পরমাণু ইস্যুতে চুক্তি করা সম্ভব হবে।

আজ (সোমবার) সাপ্তাহিক ব্রিফিংয়ে খাতিবজাদে এসব কথা বলেন। পরমাণু সমঝোতা প্রশ্নে চুক্তি করার ক্ষেত্রে দেরি হওয়ার জন্য তিনি সরাসরি আমেরিকাকে দোষারোপ করেন। তিনি নিন্দা করে বলেন, আমেরিকা দ্বৈত অবস্থান গ্রহণ করেছে।

সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে আমেরিকা ও ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সম্মিলিতভাবে ইরানবিরোধী একটি প্রস্তাব পাস করার পর সাঈদ খাতিবজাদে এই বক্তব্য দিলেন।

তিনি বলেন, এই প্রস্তাব পাসের আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের মাধ্যমে তেহরান আমেরিকার কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল। এটিই ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কাছে সরাসরি কোনো প্রস্তাব কিন্তু তারা সেই সুযোগকে কাজে না লাগিয়ে বরং চুক্তি আরো বিলম্বিত করার জন্য আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে।

সাঈদ খাতিবজাদে বলেন, আমেরিকা যদি প্রতিশ্রুতি পূরণ করে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তবে একটি চুক্তি চূড়ান্ত করা সম্ভব। এসময় তিনি আরো বলেন, ইরান কূটনীতির প্রতি শ্রদ্ধাশীল। সূত্র : পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: