• Jul 16 2023 - 07:15
  • 74
  • : Less than one minute

আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার জরুরি: রায়িসি

আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আফ্রিকা মহাদেশে ইরানের জন্য সম্ভাব্য যেসব সুযোগ রয়েছে তা উপেক্ষা করা যাবে না।

আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আফ্রিকা মহাদেশে ইরানের জন্য সম্ভাব্য যেসব সুযোগ রয়েছে তা উপেক্ষা করা যাবে না।

তিনি আফ্রিকার তিন দেশ উগান্ডা, কেনিয়া ও জিম্বাবুয়ে সফর শেষে গতকাল (শুক্রবার) তেহরানে ফিরে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান। রায়িসি বলেন, আমরা যেভাবে এশিয়াসহ অন্যান্য অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেই ঠিক একইভাবে আফ্রিকা মহাদেশকেও গুরুত্ব দেই। এই মহাদেশে রয়েছে অপার সম্ভাবনা যা উপেক্ষা করা সমীচীন হবে না।

রায়িসি বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানি জনগণের বিশ্বাস, ঔপনিবেশিকতা বিরোধী চেতনা এবং সাহস দেখে আফ্রিকার দেশগুলো এই বিপ্লবের প্রতি আকৃষ্ট হয়।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আফ্রিকার বহু দেশের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর। আর এসব দেশ বিভিন্ন ক্ষেত্রে তেহরানের সঙ্গে তাদের সম্পর্কের সুবিধা গ্রহণ করতে চায়।

রায়িসি আরো বলেন, আফ্রিকার দেশগুলোতে রয়েছে খনিজ সম্পদের অফুরন্ত ভাণ্ডার। সার্বিকভাবে এসব দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার বিস্তৃত সুযোগ রয়েছে যা কাজে লাগাতে হবে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: