আন্তর্জাতিক বাগিচা ডিজাইন উৎসবে তেহরান বিশ্ববিদ্যালয় দলের শীর্ষস্থান অর্জন
তেহরান বিশ্ববিদ্যালয়ের গ্রিন স্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিজাইনারদের দল ফ্রান্সে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক উদ্যান ডিজাইন উৎসবে শীর্ষ স্থান অর্জন করেছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের গ্রিন স্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিজাইনারদের দল ফ্রান্সে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক উদ্যান ডিজাইন উৎসবে শীর্ষ স্থান অর্জন করেছে।
ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ফ্রান্সের চাউমুন-সুর-ল্যুয়ার (Chaumont-sur-Loire) আন্তর্জাতিক উৎসবে, তেহরান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সদস্য মেহেদী খানসাফিদ এবং তাঁর দল ওই সম্মানজনক মর্যাদা লাভ করেন। তার দলে আরও ছিলেন মাস্টার্সের শিক্ষার্থী মেহরদদ শাহী, সেতায়েশ জান্দি ববয়ি এবং জাহরা আমিনিফার্দ। তেহরান বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গ্রিন স্পেস ইঞ্জিনিয়ারিং এর এই টিম ইরানের সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধ ধারণা এবং ঐতিহাসিক ইরানি উদ্যানের উপাদানগুলোর সমন্বয়ে ওই প্রকল্পটি উপস্থাপন করে। তাদের উপস্থাপিত ডিজাইনটি জুরিদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এবং শীর্ষ খেতাব অর্জন করতে সফল হয়।
ফ্রান্সের এই আন্তর্জাতিক উদ্যান নকশা উৎসব হল উদ্যান এবং ভূদৃশ্য নকশার ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজনগুলোর একটি। ১৯৯২ সাল থেকে এই উৎসবটি অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর এই উৎসবে অন্তত পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার দর্শনার্থী অংশ নেয়।
এই উৎসবটি হলো প্রতিভা বিকাশ এবং বিচিত্র আইডিয়া নিয়ে আলোচনার স্থান বা একটি প্ল্যাটফর্ম। এই উৎসব আয়োজনের সুবাদে বাগান শিল্প পুনরুজ্জীবিত হচ্ছে। প্রকল্পগুলির বৈচিত্র্য, সৃজনশীলতা এবং গুণমান নতুন প্রজন্মের ল্যান্ডস্কেপারদের সৃজনশীল কাজগুলো উপস্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট এই উৎসব। এরইমধ্যে এই উৎসব বিশ্বব্যাপী খ্যাতি ব্যঅপক খ্যাতি লাভ করেছে।
২০১২ সালে ১০ হেক্টর আয়তনজুড়ে পার্ক দো গুয়ালুপ প্রতিষ্ঠিত হয়। বিশ্বের ঐতিহ্যবাহী উদ্যান সভ্যতায় সমৃদ্ধ দেশগুলোকে এই উৎসবে আমন্ত্রণ জানানো হয়।#
পার্সটুডে
.