• Mar 20 2025 - 09:29
  • 5
  • : Less than one minute

আন্তর্জাতিক প্রতিরোধ চলচ্চিত্র উৎসব শুরু ১৭ মে

১৮তম আন্তর্জাতিক প্রতিরোধ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ১৭ মে অনুষ্ঠিত হবে।

১৮তম আন্তর্জাতিক প্রতিরোধ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ১৭ মে অনুষ্ঠিত হবে। ১৭ মে উৎসব শুরু হয়ে পর্দা নামবে ২৪ মে।প্রতিরোধের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমাটিক ইভেন্ট হিসেবে স্বীকৃত এই উৎসব ২৪ মে খোররামশাহরের মুক্তির বার্ষিকীর সাথে মিল রেখে একটি বিশেষ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

১৮তম আন্তর্জাতিক প্রতিরোধ চলচ্চিত্র উৎসবের সচিব ডঃ জালাল গাফফারি এক সাক্ষাৎকারে ঘোষণা করেছেন, প্রতিরোধ চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান এখন থেকে প্রতি বছর ২৪ মে অনুষ্ঠিত হবে।

সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: