• Jan 21 2024 - 09:46
  • 51
  • : Less than one minute

আন্তর্জাতিক পানিসীমায় দীর্ঘমেয়াদে নতুন নৌবহর পাঠাল ইরান

দীর্ঘমেয়াদি টহলের উদ্দেশ্যে আন্তর্জাতিক পানিসীমায় একটি নতুন যুদ্ধ ও প্রশিক্ষণ নৌবহর পাঠিয়েছে ইরানের নৌবাহিনী।

দীর্ঘমেয়াদি টহলের উদ্দেশ্যে আন্তর্জাতিক পানিসীমায় একটি নতুন যুদ্ধ ও প্রশিক্ষণ নৌবহর পাঠিয়েছে ইরানের নৌবাহিনী। শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস ঘাঁটি থেকে নৌবহরটিকে বিদায় জানান ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানি।

গভীর সমুদ্রে পাঠানো নৌবহরটিতে রয়েছে বুশেহর ও তুম্ব নামের দু’টি যুদ্ধজাহাজ। সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অনুষ্ঠানে অ্যাডমিরাল ইরানি বলেন, ‘ভারী ও বহুমুখী মিশন’ নিয়ে নৌবহরটিকে আন্তর্জাতিক পানিসীমায় পাঠানো হয়েছে। তিনি বলেন, এই মিশনে অংশগ্রহণকারী ক্যাডেটরা এমন কিছু প্রশিক্ষণ লাভ করবেন যা তাদেরকে ভবিষ্যতে স্পর্শকতার দায়িত্ব পালনে অভিজ্ঞ করে তুলবে।

ইরানের নৌকমান্ডার বলেন, শত্রুদের বহু ষড়যন্ত্র সত্ত্বেও বেশ কিছুদিন ধরে ইরান মহাসাগর ও গভীর সমুদ্রে নিজের কার্যকর উপস্থিতি বজায় রেখেছে।  সাম্প্রতিক সময়ে ইরানের নৌবাহিনী সাফল্যের সঙ্গে যেসব মিশন পরিচালনা করেছে তার অন্যতম হচ্ছে ওমান সাগর থেকে একটি মার্কিন তেল ট্যাংকার আটক করা। তিনি বলেন, ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনী যেকোনো ধরনের হুমকি থেকে দেশের জাতীয় স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: