• Jan 9 2025 - 11:52
  • 30
  • : Less than one minute

আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান

আন্তর্জাতিক আইকিউ টেস্টে ইরান বিশ্বব্যাপী দ্বিতীয় স্থান লাভ করেছে।

আন্তর্জাতিক আইকিউ টেস্টে ইরান বিশ্বব্যাপী দ্বিতীয় স্থান লাভ করেছে। ১ জানুয়ারি হালনাগাদ করা প্রতিবেদনে একটি চিত্তাকর্ষক স্কোর করতে সক্ষম হয়েছে দেশটি। ইরানের গড় বুদ্ধিমত্তা ভাগফল (আইকিউ) ১০৬ দশমিক ৬৩।

 

আইকিউ হচ্ছে বুদ্ধিমত্তার একটি পরিমাপ যা জনসংখ্যাকে বিভিন্ন গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই শ্রেণীবিভাগে, ৯৮ শতাংশ লোক ৭০ থেকে ১৩০ এর মধ্যে এবং ৫০ শতাংশ লোক ৯০ থেকে ১১০ এর মধ্যে স্কোর করেছে।


আরও একটি আইকিউ স্কোর যা গড়ে ১০০ থেকে শুরু হয়েছে। কম লোকই এই স্কোর করতে পেরেছে। জনসংখ্যার মাত্র ২ শতাংশের স্কোর ৭০ এর নিচে বা ১৩০ এর উপরে।

 

চীন এবং দক্ষিণ কোরিয়া যথাক্রমে ১০৭ দশমিক ৪৩ এবং ১০৬ দশমিক ৫৭ গড় আইকিউসহ প্রথম এবং তৃতীয় স্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: