• Dec 24 2023 - 10:14
  • 30
  • : Less than one minute

আইনের ক্ষেত্রে সেরার তালিকায় ইরানের ৮ বিশ্ববিদ্যালয়

আইন বিষয়ের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানসমূহের মধ্যে স্থান পেয়েছে আটটি ইরানি বিশ্ববিদ্যালয়।

আইন বিষয়ের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানসমূহের মধ্যে স্থান পেয়েছে আটটি ইরানি বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক বিষয়ভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং (ডাব্লিউইউআর) ২০২৪-এ এই চিত্র উঠে এসেছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে ৩২৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। গত বছরের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল ২৯০টি।
মোট ৩৬টি ইরানি বিশ্ববিদ্যালয়কে ২০২৪ বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে আইন ক্ষেত্রে স্থান দেওয়া হয়েছে।

তেহরান বিশ্ববিদ্যালয় ইরানের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি ৪০১-৫০০ এর মধ্যে রয়েছে। খবর ইসনার।

তাবরিজ বিশ্ববিদ্যালয় ৫০১-৬০০, ইমাম খোমেইনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কাশান ইউনিভার্সিটির ৬০১-৮০০ এর মধ্যে রয়েছে।

মাশহাদের ফেরদৌসি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ কুর্দিস্তান, ইউনিভার্সিটি অফ মোহাগেগ আরদাবিলি এবং শিরাজ ইউনিভার্সিটি ৮০১-১০০০ এর মধ্যে রয়েছে।

সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: