আইএসএসএফ বিশ্বকাপে ইরানি শুটারের স্বর্ণ জয়
ইরানের শুটার সাজ্জাদ পুরহোসেইনি ২০২৩ আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ) বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন।
ইরানের শুটার সাজ্জাদ পুরহোসেইনি ২০২৩ আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ) বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন। সাজাদ পুরহোসেইনি পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে মোট ২৪০ দশমিক ২ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অধিকার করেন।
আইএসএফএফ বিশ্বকাপে ইউক্রেন এবং জার্মানির ক্রীড়াবিদরা যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জপদক পেয়েছেন।নারী বিভাগে জেইনাব তুমারি ছিলেন ইভেন্টে আরেক ইরানি প্রতিনিধি।
২০২৩ আইএসএফএফ বিশ্বকাপ ৮ মে আজারবাইজানের বাকুতে শুরু হয়েছে এবং শেষ হবে ২৫ মে।
সূত্র: মেহর নিউজ।
.