অপরূপ সৌন্দর্যের রামসার বাগান জনপ্রিয় পর্যটন কেন্দ্র
প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের এই বাগানটি ইরানের উত্তর মাজানদারান প্রদেশে অবস্থিত।
প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের এই বাগানটি ইরানের উত্তর মাজানদারান প্রদেশে অবস্থিত। এটি রামসার ল্যান্ডস্কেপ বাগানগুলির একটি। প্রদেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্যে পরিণত করতে বাগানটিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা চলছে। এই তথ্য জানিয়েছেন প্রাদেশিক পর্যটন প্রধান সাদেক বারজেগার।
রোববার তিনি বলেন, ৩৩ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত বাগানটি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার পর এটি জনপ্রিয় পর্যটক আকর্ষণে পরিণত হবে।
সম্প্রতি, ইরানের পর্যটন মন্ত্রীর আদেশে পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবনের জন্য সাইটটিতে ব্যাপক গবেষণা চালানো হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, সাইটের জাঁকজমক এবং উৎপাদনশীলতা ফিরিয়ে আনতে এই মূল্যবান মাস্টারপিসটি পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকল্পের এই পর্যায়ে, বাগানের যে অংশগুলি পূর্বে পরিত্যক্ত ছিল সেগুলি পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবিত করা হবে।
রামসারের সাংস্কৃতিক-প্রাকৃতিক ভূদৃশ্য আলবোর্জ পর্বতমালার উত্তর পাদদেশ থেকে ক্যাস্পিয়ান সাগরের তীরে প্রসারিত। শতাব্দী আগের শহর পরিকল্পনায় দেখা যায়, এটি প্রকৃতির সাথে একীভূত ছিল।
সূত্র: তেহরান টাইমস।
.