• Sep 18 2025 - 12:44
  • 7
  • : Less than one minute

অনন্য প্রচেষ্টা ও প্রশংসনীয় আচরণের জন্য জাতীয় কুস্তি দলকে ধন্যবাদ: ইরানের সর্বোচ্চ নেতা

এক বার্তায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের পর ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দলের প্রচেষ্টা এবং বীরত্বপূর্ণ আচরণের প্রশংসা করেছেন।

এক বার্তায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের পর ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দলের প্রচেষ্টা এবং বীরত্বপূর্ণ আচরণের প্রশংসা করেছেন।

২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দলের জয়ের পর, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি এক বার্তায় ইরানের ফ্রিস্টাইল কুস্তি চ্যাম্পিয়নদের আশ্চর্যজনক প্রচেষ্টা এবং আচরণের প্রশংসা করেছেন। তিনি এ উপলক্ষে দেয়া এক বাণীতে বলেছেন: 

 বিসমিল্লাহির রাহমানির রাহিম (পরম করুণাময় ও অনন্তদাতা আল্লাহর নামে) 

বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তি দলকে তাদের অসাধারণ প্রচেষ্টা এবং তারপর তাদের প্রশংসনীয় আচরণের জন্য আমি ধন্যবাদ জানাই। শক্তি এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণ উচ্চ মূল্যবোধ তৈরি করেছেন আপনারা। আপনাদেরকে অনেক অনেক বাহবা বা শুভেচ্ছা!

সাইয়্যেদ আলী খামেনি

১৫ সেপ্টেম্বর, ১৪০৪

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দল ১২ বছর পর বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার শিরোপা অর্জন করেছে, যা এই প্রতিযোগিতার ইতিহাসে ইরানের জন্য ষষ্ঠ চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন।#

পার্স টুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: