এজেন্সি
মিনাকারি

মিনাকারি

মিনাকারি

মিনাকারি হলো এনামেলিংয়ের মাধ্যমে ধাতু ও সিরামিক টাইলসের ওপরে আঁকা ও রং করার প্রক্রিয়া, যা সাফাভি আমলে ইরানে শুরু হয়। এটি একটি শিল্পকর্ম হিসেবে প্রতিষ্ঠিত এবং বাণিজ্যিকভাবে প্রধানত ইরান, আফগানিস্তান,পাকিস্তান ও ভারতে এর উৎপাদন হয়। মিনাকারিতে সাধারণত জ্যামিতিক আকার ও নকশা ব্যবহার করে জটিল ডিজাইন তৈরি করা হয়। এটি খাবার পরিবেশনের পাত্র,বিভিন্ন ধরনের পাত্র,ফুলদানি, ফ্রেম,অলঙ্কার রাখার বাক্স ইত্যাদিতে আলংকারিক বৈশিষ্ট্য হিসাবে ব্যবহার করা হয়। ইরানে  বেশিরভাগ ক্ষেত্রে তামা ও রুপার ওপর এনামেলিং করা হয়। মিনাকারি ও ধাতুকে রঙিন ও পাকা আবরণ দিয়ে সজ্জিত করা ইরানের ইসফাহানের অন্যতম ঐতিহ্যবাহী শিল্পকর্ম।

ইরানের ইতিহাসে পার্থিয়ান ও সাসানিদের যুগে শোভা বর্ধনের জন্য ধাতু এনামেলিং করার শিল্পটির অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু আজ যে সূক্ষ্ম আলংকারিক কাজটি দেখা যায় তা ১৫ শতকের দিকে সাফাভি শাসনামলের। মোগলরা এটিকে ভারতে প্রবর্তন করে এবং কৌশলটিকে নিখুঁত করে বস্তুর উপর প্রয়োগ করা নকশাকে আরও সূক্ষ্ম করে তোলে। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে এই শিল্পকর্মটি ইরানে নৈপুণ্যের শীর্ষে পৌঁছেছিল।

সাধারণত রঙিন পাউডার গ্লাসকে কোনো ধাতু,কাচ বা সিরামিকের ওপর তীব্র তাপের মাধ্যমে (সাধারণত ৭৫০ এবং ৮৫০ ডিগ্রি সেলসিয়াস বা ১৩৮২ এবং ১৫৬২ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে) গলানো হয়। পাউডার গলে যায় এবং ধাতু,কাচ বা সিরামিকের উপর একটি মসৃণ ও টেকসই কাচের আবরণে পরিণত হয়।

মিনাকারি

:

:

:

: