এজেন্সি
ঘালামজানি

ঘালামজানি

ঘালামজানি

ঘালামজানি হলো তামা, পিতল, রুপা ও সোনার মতো বিভিন্ন ধাতুতে চমৎকার নকশা খোদাই করার শিল্প। খোদাই করার প্রধান কেন্দ্র ইসফাহান। শিল্পীদের দ্বারা তৈরি এই শৈল্পিক কাজ ইরান এবং বিশেষ করে ইসফাহানের পূর্ববর্তী ধাতব কাজের গৌরবময় এবং অনস্বীকার্য ইতিহাসের ইঙ্গিত বহন করে। সাসানি (৭০০ খ্রি.), সেলজুক - (১০০০ খ্রি.)এবং সাফাভি (১৬০০ খ্রি.)রাজবংশের মতো প্রাচীন যুগের ঐতিহাসিক আবিষ্কারগুলো এ সময়কালে ধাতব কাজের অস্তিত্বকে প্রমাণ করে। গত আশি বছরে মরহুম ওস্তাদ মোহাম্মদ ওরাইজি এবং মরহুম ওস্তাদ মোহাম্মদ তাগি জুফানের অধ্যবসায়ী প্রচেষ্টার কারণে এই শিল্পটি পুনরায় চালু করা হয়েছে। এর ফলে একদিকে অসামান্য এবং বিশিষ্ট ধাতব খোদাই কর্ম হয়েছে পাশাপাশি নতুন প্রজন্মও প্রশিক্ষণ লাভ করেছে।

ঘালামজানি

:

:

:

: