এজেন্সি
কুবাচি মৃৎপাত্র

কুবাচি মৃৎপাত্র

কুবাচি মৃৎপাত্র

কুবাচি মৃৎপাত্র হলো ইরানি মৃৎশিল্পের একটি শৈলী। যদিও আধুনিক রাশিয়ার দাগেস্তানের কুবাচি শহর থেকে এটির নাম নেওয়া হয়েছে,তবে পণ্ডিতরা বিশ্বাস করেন যে কুবাচি মৃৎপাত্রগুলো  সাফাভি যুগে বর্তমান ইরানের উত্তর-পশ্চিম অংশে তৈরি হয়েছিল। নিশাপুর,তাবরিজ, মাশহাদ ও ইসফাহানকে কুবাচি পাত্রের সম্ভাব্য উৎপত্তিস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে।

পেট্রোফ্যাব্রিক বিশ্লেষণ থেকে জানা যায় যে তাবরিজ হয়ত কুবাচি শিল্পকর্মের উৎপাদনস্থল ছিল। পেট্রোফ্যাব্রিক বিশ্লেষণে কালো-ও-ফিরোজা কুবাচি শিল্পকর্মকে নিশাপুরের সাথে যুক্ত করা হয়েছে। শিলালিপির মাধ্যমে  মাশহাদ শহরের সাথেও এ শিল্পকর্মের সম্পর্ককে চিহ্নিত করা হয়েছে। আবার কতিপয় শৈলী ইসফাহানের সাথেও এ শিল্পের যোগসূত্র নির্দেশ করে।

কুবাচি পাত্র পাথরের পেস্ট দিয়ে তৈরি (ফ্রিটওয়্যার নামেও পরিচিত)। এর অলংকরণ বিভিন্ন ধরনের : কোনোটি ফিরোজা পাথরের চাকচিক্যসহ কালো রঙের, সম্ভবত চাইনিজ সেলাডনের অনুকরণে। অন্যগুলো সাদার ওপর নীল, মিং চীনামাটির মতো। পারস্যে কুবাচির জন্য নীল ও সাদা মিং চীনামাটির বাসন ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। কুবাচি পাত্রের বিষয়বস্তু হলো মানুষ,গাছপালা ও প্রাণী।

কুবাচি মৃৎপাত্র

ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশন অর্গানাইজেশন হল ইরানি সংস্থাগুলির মধ্যে একটি যেটি সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রণালয়ের সাথে অধিভুক্ত; এবং 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[আরও]

:

:

:

: