‘গাজায় আগ্রাসন বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করুন’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেন, ছোট্ট ভূখণ্ড গাজার ওপর ইসরাইলের এই গণহত্যার কারণে সারা বিশ্বের মানুষ উদ্বিগ্ন।
তাজিকিস্তানের রাজধানীর দুশানবেতে দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাহমোনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রায়িসি এই আহ্বান জানান। তিনি বলেন, গাজার দরিদ্র মানুষের ভাগ্য চিন্তা করে সারা বিশ্বের সচেতন মানুষ চিন্তিত হয়ে পড়েছে। ফিলিস্তিন ইস্যুকে ইসলাম ও মানবতার অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি। প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, গাজা উপত্যকায় যে বর্বর গণহত্যা চলছে, সবাই চায় তা এখনই বন্ধ হোক।
ইরানি প্রেসিডেন্ট বলেন, সারা বিশ্বের মানুষ চায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার অবসান হোক এবং গাজার ওপর থেকে অবরোধ উঠে যাক। সেখানে দরিদ্র ও ক্ষুধাপীড়িত মানুষের জন্য দ্রুত এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সরবরাহ করাও এখন বিশ্ব মানবতার দাবি। গাজার মানুষের কণ্ঠস্বর শোনার জন্য তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।
গতকাল প্রেসিডেন্ট রায়িসি তাজিকিস্তান সফরে যান এবং সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা ছিল। এ সফরে দুই পক্ষ পারস্পরিক সম্পর্ক উন্নত করার চেষ্টা করবে।
তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন দুই দেশের মধ্যে সম্পর্ক আরো বাড়ানোর ব্যাপারে কোনো বাধা নেই।
সংবাদ সম্মেলনের আগে ইরান ও তাজিকিস্তানের প্রতিনিধিদল বাণিজ্য, শিল্প, পরিবহন, জ্বালানি, সংস্কৃতি এবং বিজ্ঞান খাতে সহযোগিতার জন্য ১৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করে।#
.