২৫ বছর টিকবে না দখলদার ইসরাইল: ইরানি আলেম
ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান দখলদারদের জন্য একটা শক্ত চপেটাঘাত।
.jpg)
ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান দখলদারদের জন্য একটা শক্ত চপেটাঘাত। তারা গাজায় পানি বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, শত শত মানুষকে হত্যা করছে। এই অপরাধযজ্ঞ যদি চলতে থাকে তাহলে নিশ্চিতভাবে তারা আরও শক্ত চপেটাঘাতের সম্মুখীন হবে।
আল-আকসা তুফান অভিযানের প্রশংসা করে তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে দখলদার ইসরাইল ২৫ বছর পূর্ণ হওয়ার আগেই নিঃশেষ হয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর এ সংক্রান্ত এক বক্তব্য উদ্ধৃত করে আয়াতুল্লাহ খাতামি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন।
গত ৪ এপ্রিল ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, কয়েক বছর আগে আমি বলেছি, ইহুদিবাদী ইসরাইল ২৫ বছর টিকবে না। কিন্তু তারা তাড়াহুড়ো করেছে, তারা দ্রুত গুটিয়ে ফেলতে চাইছে।
তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, ইহুদিবাদী দখলদারদের বিরুদ্ধে পাল্টা আঘাতের অধিকার ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের রয়েছে। তিনি বলেন, তারা ৭০ বছর ধরে নির্বিচারে ফিলিস্তিনি শিশু ও নারীদের হত্যা করছে। এ অবস্থায় ফিলিস্তিনিরা কি হাত গুটিয়ে বসে থাকবে?
গত শনিবার দখলদার ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনিদের অভিযানে এ পর্যন্ত ১ হাজার ৫০০ ইসরাইলি নিহত হয়েছে। ঐ অভিযানের পর থেকে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদীরা।#
পার্সটুডে
.