• Jun 29 2025 - 02:22
  • 21
  • : Less than one minute

১২ দিনের যুদ্ধে বিশ্ববাসী ইরানের পরাক্রম প্রত্যক্ষ করেছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইহুদিবাদী ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ বন্ধের পর এক বার্তায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের সকল শ্রেণীর জনগণ, ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

ইরানি জাতির উদ্দেশ্যে দেয়া এই বার্তায় প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধের কাছে ঋণী এবং গভীরভাবে বিশ্বাস করি যে এই বিজয়ের মূল কারণ হচ্ছে, এই দুর্দিন ও কঠিন সময়ে জনগণের মধ্যে ঐক্য, ধৈর্য এবং সংহতি বজায় থাকা’।

তিনি বলেন, ‘এই ঐতিহাসিক বিজয়ের সমস্ত গৌরব সেই সভ্যতা নির্মাতা মহান জাতির, যারা  বিশ্বাসঘাতক শত্রুদের ব্যাপারে যদি আরো আাগে থেকে সতর্ক থাকতো, তাহলে শত্রুরা আজকে এতো দুঃসাহস দেখাতে পারতো না’। 

পার্সটুডে জানিয়েছে, সামরিক সংঘাতের অবসান উপলক্ষে এক বার্তায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সকল শ্রেণীর জনগণ এবং সরকারের সব অংশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন: "আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ঐক্য ও সংহতি যা অবশ্যই ধরে রাখতে হবে।"#

পার্সটুডে/রেজওয়ান হোসেন

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: