• Sep 19 2023 - 10:07
  • 65
  • : Less than one minute

মার্কিন কারাগার থেকে পাঁচ ইরানি নাগরিক মুক্তি পাচ্ছেন আজ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের মহাসচিব কাজেম গরিবাবাদি জানিয়েছেন, মার্কিন কারাগার থেকে পাঁচ ইরানি নাগরিক আজ (সোমবার) মুক্তি পাবেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের মহাসচিব কাজেম গরিবাবাদি জানিয়েছেন, মার্কিন কারাগার থেকে পাঁচ ইরানি নাগরিক আজ (সোমবার) মুক্তি পাবেন। এসব ইরানি নাগরিকের মধ্যে দুজন আমেরিকা থেকে কাতারের রাজধানী দোহা হয়ে তেহরানে ফিরবেন।

তিনি বলেন, দলবদ্ধভাবে সফল কূটনৈতিক প্রচেষ্টার পর ইরানের এই পাঁচ নিরপরাধ নাগরিক মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার ও বিচার বিভাগের পাশাপাশি ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদ বিদেশে ইরানি নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করে যাবে।
এর আগে আজ দিনের শুরুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি জানিয়েছিলেন, মার্কিন কারাগার থেকে মুক্তি পাওয়া পাঁচ ইরানি নাগরিকের মধ্যে দুজন ইরানে ফিরবেন, একজন তৃতীয় একটি দেশে তার পরিবারের সঙ্গে মিলিত হবেন এবং বাকি দুজন আমেরিকায় থাকবেন।
মার্কিন কারাগার থেকে যেসব ইরানির নাগরিক মুক্তি পেতে যাচ্ছেন তারা হলেন- মেহেরদাদ মঈন আনসারী, কাম্বিজ আত্তার কাশানি, রেজা সারহাংপুর কোফরানি, আমিন হাসানযাদে এবং কাভে লুৎফুল্লাহ আফরাসিয়াবি।#
পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: