• Sep 20 2023 - 07:25
  • 65
  • : Less than one minute

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানি ফ্রিস্টাইলারের স্বর্ণ জয়

ইরানের ফ্রিস্টাইলার আমিরহোসেন জারে রোববার সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত ২০২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।

ইরানের ফ্রিস্টাইলার আমিরহোসেন জারে রোববার সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত ২০২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। ১২৫ কেজির ফাইনাল বাউটে তিনি জর্জিয়ান জেনো পেট্রিয়াশভিলিকে ১১-০ পয়েন্টে হারিয়ে শীর্ষ পদক ঘরে তোলেন। একই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছেন তুরস্কের তাহা আকগুল এবং আমেরিকান ম্যাসন প্যারিস।

আগের দিন, আমিরমোহাম্মদ ইয়াজদানি ৭০ কেজির ফাইনাল বাউটে আমেরিকান কুস্তিগির জেইন রেদারফোর্ডের কাছে ৮-৫ ব্যবধানে পরাজিত হন।

রেদারফোর্ড গত আসরে বেলগ্রেডে জাপানি কুস্তিগির তাইশি নারিকুনির কাছে ১০-০ গোলে হেরে রৌপ্যপদক জিতেছিলেন।

বুলগেরিয়ান রামাজান রামাজানভ এবং আর্মেনিয়ার আরমান আন্দ্রেসিয়ান ওজন শ্রেণিতে দুটি ব্রোঞ্জপদক জিতেছেন। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: