• Oct 29 2025 - 06:24
  • 5
  • : 1 minute(s)

নতুন বিশ্বব্যবস্থা গঠনে ইরান, রাশিয়া ও চীন ‘কার্যকর’ ভূমিকা পালন করছে

ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন যে এশিয়ার তিনটি স্বাধীন শক্তি হিসেবে ইরান,চীন এবং রাশিয়া নতুন বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন যে এশিয়ার তিনটি স্বাধীন শক্তি হিসেবে ইরান,চীন এবং রাশিয়া নতুন বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সোমবার তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কং পেইউয়ের সঙ্গে এক বৈঠকে আলী আকবর বেলায়াতি বলেন যে ইরান ও চীনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক অভিন্ন স্বার্থ, পারস্পরিক শ্রদ্ধা এবং রাজনৈতিক স্বাধীনতার উপর ভিত্তি গড়ে উঠছে। তিনি তেহরান ও বেইজিংয়ের মধ্যে "কৌশলগত এবং গভীরভাবে প্রোথিত" সম্পর্কের প্রশংসা করে বলেন যে আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের আলোকে উভয় পক্ষের সহযোগিতা আরো সম্প্রসারণের সক্ষমতা রয়েছে।

তিনি ইরানের প্রতি চীনের নীতিগত অবস্থানের প্রশংসা করেন বিশেষ করে ইউরোপীয় ত্রয়ীটির তথাকথিত স্ন্যাপব্যাক প্রক্রিয়া সম্পর্কে যা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি দ্বারা স্থগিত নিষেধাজ্ঞাগুলো পুনঃআরোপের কথা বলে যা আনুষ্ঠানিকভাবে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা জেসিপিওএ নামে পরিচিত।বেলায়েতি বলেন, 'আন্তর্জাতিক ফোরামে ইরানের প্রতি বেইজিংয়ের গঠনমূলক সমর্থন দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এবং পারস্পরিক বিশ্বাসের গভীরতা প্রতিফলিত করে।'

চীনা রাষ্ট্রদূত তার দেশ ও ইরানের মধ্যে গভীর ও মূল্যবান সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বেইজিং সবসময় তেহরানের সাথে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে আসছে। তিনি আরো বলেন, চীন বিভিন্ন ক্ষেত্রে ইরানের সাথে সম্পর্ক আরো জোরদার করতে প্রস্তুত।

বৈঠককালে বেলায়াতি এবং কং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের বিষয়েও মতবিনিময় করেন যার মধ্যে রয়েছে মার্কিন সম্প্রসারণবাদ এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। নীতিগত নীতির সাথে সামঞ্জস্য রেখে, ইরান সাম্প্রতিক বছরগুলিতে কঠোর নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ সত্ত্বেও রাশিয়া এবং চীনের সাথে তার সম্পর্ককে এগিয়ে নিয়েছে।# 

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: