কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল ইরান ও মালদ্বীপ
ইরান ও মালদ্বীপ দু’দেশের জনগণের স্বার্থরক্ষা ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে।
.jpeg)
ইরান ও মালদ্বীপ দু’দেশের জনগণের স্বার্থরক্ষা ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শনিবার) তেহরানে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২০১৬ সালে সৌদি আরবের পদাঙ্ক অনুসরণ করে মালদ্বীপ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। সম্প্রতি রিয়াদ তেহরানের সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পর মালদ্বীপও একই পথ অনুসরণ করল।
শনিবার নিউ ইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ খলিলের এক বৈঠকে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত হয় বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘের ৭৮তম বার্ষিক সাধারণ অধিবেশনের অবকাশে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পুঁজি বিনিয়োগ, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পর্যটনসহ সকল খাতে তেহরান ও মালে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে।
২০১৬ সালের গোড়ার দিকে প্রখ্যাত সৌদি শিয়া আলেম নিমর বাকের আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে তেহরান-রিয়াদ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। তখন মালদ্বীপ সরকার ইরান সরকারের নীতিকে ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক’ আখ্যায়িত করে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। তবে গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় তেহরান ও রিয়াদ নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিলে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি প্রকাশ করে এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছিল।#
পার্সটুডে
.