• Jul 21 2025 - 08:56
  • 46
  • : Less than one minute

এশিয়া কাপের ফাইনালে উঠল ইরানের জাতীয় নারী বাস্কেটবল দল

ইরানের জাতীয় নারী বাস্কেটবল দল থাইল্যান্ডের বিরুদ্ধে জয় অর্জন করে এশিয়া কাপ (ডিভিশন বি)-এর ফাইনালে জায়গা করে নিয়েছে।

ইরানের জাতীয় নারী বাস্কেটবল দল থাইল্যান্ডের বিরুদ্ধে জয় অর্জন করে এশিয়া কাপ (ডিভিশন বি)-এর ফাইনালে জায়গা করে নিয়েছে।

আজ (শনিবার) চীনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে ইরানি নারী দল থাইল্যান্ডের মুখোমুখি হয়। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যাচে ইরানি খেলোয়াড়রা ৭৮-৫২ পয়েন্টে প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে উঠে যায়।

এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইরানের রোকসানা বেহরামান, যিনি ২০ পয়েন্ট, ৫টি রিবাউন্ড, ২টি অ্যাসিস্ট, ৪টি স্টিল এবং ২২ পারফরম্যান্স রেটিং অর্জন করেন।

রোববার অনুষ্ঠেয় ফাইনালে ইরান মুখোমুখি হবে চাইনিজ তাইপে ও মঙ্গোলিয়া'র মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে। প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী দল ২০২৭ সালের এশিয়া কাপ ডিভিশন এ-তে অংশগ্রহণের সুযোগ পাবে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: