• Oct 1 2023 - 12:12
  • 82
  • : Less than one minute

এশিয়ান গেমস: ভলিবলে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন ইরান

১৯তম এশিয়ান গেমসে পুরুষদের ভলিবল টুর্নামেন্টে স্বাগতিক চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইরান।

১৯তম এশিয়ান গেমসে পুরুষদের ভলিবল টুর্নামেন্টে স্বাগতিক চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইরান। এই ইভেন্টে কাতারকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে জাপান। 

গতকাল (মঙ্গলবার) হাংজুর লিনপিং স্পোর্টস সেন্টার জিমনেসিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ইরান ৩-১ সেটে চীনকে হারায়। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ইরান।

গতকালের ম্যাচে প্রথম সেটে ইরান ১৯-২৫ পয়েন্টে পরাজিত হয়। এর পর ২৫-১৪, ২৫-২২, ২৬-২৪ পয়েন্টে ইরান তিনটি সেটে জয় লাভ করে।

এশিয়ান গেমসে ভলিবল টুর্নামেন্টে ইরান এ পর্যন্ত তিনটি স্বর্ণ, তিনটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জিতেছে।#

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: