ইসরাইলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠাকারীরা অপদস্থ হয়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনি জনগণের অধিকার সমুন্নত না হওয়া পর্যন্ত এ অঞ্চলে কোনো শৃংখলা গড়ে উঠবে না।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনি জনগণের অধিকার সমুন্নত না হওয়া পর্যন্ত এ অঞ্চলে কোনো শৃংখলা গড়ে উঠবে না। গতকাল (বুধবার) রাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে টেলিফোন আলাপে তিনি একথা বলেন।
তিনি বলেন, “যারা ফিলিস্তিনিদের অধিকার রক্ষার অজুহাতে ইহুদিবাদী শাসকদের সাথে সম্পর্কের কথা প্রকাশ্যে ঘোষণা করেছিল আজ তাদের সবাইকে অপদস্থ করা হয়েছে।” প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, “এটা সারা বিশ্বের কাছে প্রমাণ হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে দুর্বলতম দেশ।” প্রেসিডেন্ট রায়িসির মতে- হামাস যে অভিযান পরিচালনা করেছে তা ইসরাইলের ৭৫ বছরের ইতিহাসে নজিরবিহীন।
তিনি বলেন, ইসরাইলের উগ্রবাদী মন্ত্রিসভা সম্প্রতি বর্বরতা ও নির্লজ্জতার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে এবং মারাত্মক অপরাধ করেছে। ফিলিস্তিনি জনগণের ওপর সমস্ত বর্বরতা ও হত্যাযজ্ঞের অবসান ঘটানোর জন্য প্রেসিডেন্ট রায়িসি মুসলিম বিশ্ব ও আরব দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেন।
ফোনালাপে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ইসরাইলি শাসনের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর অর্জিত মহান বিজয় পরিষ্কার করে দিয়েছে যে, তেল আবিব যা দেখায় তার চেয়ে তারা অনেক বেশি দুর্বল।
তিনি বলেন, "আজ আমাদের সামনে সবচেয়ে স্পষ্ট বিষয় হলো যে, ফিলিস্তিনি জাতি এবং গাজার নিপীড়িত জনগণের অধিকার সমর্থন করার জন্য সমস্ত আরব ও মুসলিম দেশকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।"
বাশার আসাদ জোর দিয়ে বলেন, “ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সমর্থনে এই ঐকমত্য এবং ঐক্যবদ্ধ অবস্থান তৈরির গতি দ্রুততর করতে হবে, কারণ এ বিষয়ে প্রতি ঘন্টা বিলম্বের ফলে ইহুদিবাদী শাসকরা গাজার নিপীড়িত জনগণের বিরুদ্ধে আরো অপরাধ সংঘটিত করবে।”#
পার্সটুডে
.