• Oct 16 2023 - 10:03
  • 67
  • : Less than one minute

ইরান থেকে ভারতে রপ্তানি বেড়েছে ৯ শতাংশ

২০২২ সালের একই সময়ের তুলনায় ২০২৩ সালের প্রথম সাত মাসে ভারতে ইরানের রপ্তানির ৯ শতাংশ বেড়েছে।

২০২২ সালের একই সময়ের তুলনায় ২০২৩ সালের প্রথম সাত মাসে ভারতে ইরানের রপ্তানির ৯ শতাংশ বেড়েছে।ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে।

ভারতীয় মন্ত্রণালয়ের প্রতিবেদন মতে, ২০২৩ সালের জানুয়ারি-আগস্ট মাসে ভারতে ইরানের রপ্তানি হয়েছে ৩৯৩ মিলিয়ন মার্কিন ডলারের। এই সংখ্যাটি ২০২২ সালের একই সময়ে ছিল ৩৬১ মিলিয়ন ডলার। খবর আইআরআইবির।

২০২৩ সালের প্রথম সাত মাসে ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে পেট্রোলিয়াম পণ্য, রঞ্জক উৎপাদনের কাঁচামাল এবং বিভিন্ন ফলমূল। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: