• Jul 31 2025 - 06:10
  • 7
  • : Less than one minute

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ইরানের ৩টি স্বর্ণ জয়

ফিলিপাইনে অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ইরানের জীববিজ্ঞান দল তিনটি স্বর্ণ এবং একটি রৌপ্য জিতে বিশ্বের শীর্ষ দলগুলির মধ্যে নিজেদের স্থান নিশ্চিত করেছে।

ফিলিপাইনে অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ইরানের জীববিজ্ঞান দল তিনটি স্বর্ণ এবং একটি রৌপ্য জিতে বিশ্বের শীর্ষ দলগুলির মধ্যে নিজেদের স্থান নিশ্চিত করেছে।

ইরানের জীববিজ্ঞান দল থেকে সিয়াভাশ পেজেশকপুর, আলী আকবার নুরুল্লাহি এবং আলী সোলেইমানজাদেহ স্বর্ণপদক এবং  রাদিন বায়ানি রৌপ্য জিতেছেন ।

ইরানি জীববিজ্ঞান অলিম্পিয়াড (IrBO) হল জীববিজ্ঞানের ক্ষেত্রে ১৭-১৮ বছর বয়সী ইরানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বার্ষিক বহু-পর্যায়ের প্রতিযোগিতা। মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: