• Aug 8 2024 - 17:33
  • 42
  • : Less than one minute

অলিম্পিকে সোনা জিতলেন ইরানি কুস্তিগীর সারাভি

প্যারিসে চলমান ২০২৪ সালের অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতেছেন ইরানের গ্রেকো-রোমান কুস্তিগীর মোহাম্মদহাদি সারাভি।

প্যারিসে চলমান ২০২৪ সালের অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতেছেন ইরানের গ্রেকো-রোমান কুস্তিগীর মোহাম্মদহাদি সারাভি। ৯৭ কেজির ফাইনাল ম্যাচে আর্মেনিয়ার আর্তুর আলেকসানিয়ানকে ৪-১ গোলে পরাজিত করে তিনি প্রথম স্থান দখল করেন। এই বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন কিউবার গ্যাব্রিয়েল রোসিলো এবং কিরগিজস্তানের উজুর জুজুপবেকভ।

এরআগে মঙ্গলবার রাতে ইরানি অ্যাথলেট আমিন মির্জাজাদে ১৩০ কেজিতে ব্রোঞ্জ পদক জিতেছেন। ১৮৯৬ সালে এথেন্সে প্রথম আধুনিক গেমস অনুষ্ঠিত হওয়ার পর থেকে গ্রেকো-রোমান কুস্তি হচ্ছে একটি নীল-ফিতা অলিম্পিক ইভেন্ট। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: