‘৭ অক্টোবরে ব্যর্থ হয়ে ইসরাইল এখন রাজনৈতিক সমাধানের কথা বলছে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইহুদীবাদী ইসরাইলের ভেতরে যে অভিযান চালিয়েছে তাতে ইসরাইলের নিরাপত্তা ও প্রতিরক্ষা অবকাঠামো বিধ্বস্ত হয়ে গেছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইহুদীবাদী ইসরাইলের ভেতরে যে অভিযান চালিয়েছে তাতে ইসরাইলের নিরাপত্তা ও প্রতিরক্ষা অবকাঠামো বিধ্বস্ত হয়ে গেছে। গতকাল (রোববার) ইরানের রাজধানী তেহরানে এক সম্মেলনে দেয়া বক্তৃতা একথা বলেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
তিনি বলেন, এই জটিল বিশ্বের সবাই দেখেছে যে, ৭ অক্টোবর অপারেশন আল-আকসা তুফানের মাধ্যমে একমাত্র হামাস ইসরাইলের নিরাপত্তা ও প্রতিরক্ষা অবকাঠাম বিধ্বস্ত করে দিতে সফল হয়েছে।
হামাসের অভিযান মোকাবেলা করতে ব্যর্থ হয়ে দখলদার ইসরাইল সামরিক শক্তির মাধ্যমে হামাসের হাত থেকে বন্দীদের মুক্ত করা এবং গাজার টানেল ধ্বংস করার লক্ষ্য ঠিক করে। এখানেও তারা ব্যর্থ হয়েছে এবং এখন তারা রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের কথা বলছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা এবং তার পশ্চিমা কিছু মিত্র দেশ হামাসের ৭ অক্টোবরের অভিযানকে 'সন্ত্রাসী হামলা' বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। কিন্তু এটি কোনভাবেই সন্ত্রাসী হামলা ছিল না বরং দখলদার শাসকদের বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের একটি অভিযান ছিল।
তিনি আরো বলেন, আমেরিকা ও ইসরাইল হামাসের ব্যাপারে ভুল হিসেব নিকাশ করেছে এবং তারা মনে করেছিল অল্প সময়ের মধ্যে তারা হামাসকে ধ্বংস করতে সক্ষম হবে। কিন্তু তারা এক্ষেত্রে নিজেদের হিসাব-নিকাশ ভুল প্রমাণ করেছে।#
পার্সটুডে