• Jan 1 2024 - 13:19
  • 35
  • : Less than one minute

‘প্রতিরোধ ফ্রন্টের কারণেই গাজাবাসী ইসরাইলি বর্বরতা মোকাবিলা করে যাচ্ছে’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ ফ্রন্টকে পুনরুজ্জীবিত করা ছিল শহীদ লে. জেনারেল কাসেম সোলায়মানির সবচেয়ে বড় অবদান।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ ফ্রন্টকে পুনরুজ্জীবিত করা ছিল শহীদ লে. জেনারেল কাসেম সোলায়মানির সবচেয়ে বড় অবদান। তিনি রাজধানী তেহরানে ইরানের কুদস ফোর্সের সাবেক এই কমান্ডারের পরিবারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় জেনারেল সোলায়মানি শহীদ হন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে সোলায়মানিকে হত্যা করা  হয়। ইরাকের পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ’র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসসহ আরো কয়েকজন সৈনিক ওই হামলায় নিহত হন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, জেনারেল সোলায়মানি প্রতিরোধ ফ্রন্টকে পুনরুজ্জীবিত করার কাজটি আন্তরিকতা, বিচক্ষণতা ও প্রজ্ঞার সঙ্গে সম্পন্ন করেছেন।  তিনি বলেন, জেনারেল সোলেইমানির ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি তার সততার কারণে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে।

গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান বর্বরতা ও গণহত্যার প্রতি ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, প্রতিরোধ ফ্রন্টের কারণেই প্রায় তিন মাস ধরে গাজাবাসী এই বর্বরতা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তিনি সূচারুভাবে দায়িত্ব পালনের জন্য কুদস ফোর্সের বর্তমান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানিরও ভূয়সী প্রশংসা করেন।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: