• Jan 4 2023 - 12:22
  • 72
  • : 1 minute(s)

‘নিশ্চিতভাবে জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়া হবে’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সন্ত্রাস-বিরোধী কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সন্ত্রাস-বিরোধী কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘নিশ্চিতভাবে’ জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়া হবে।

তিনি গতকাল (মঙ্গলবার) জেনারেল সোলাইমানির শাহাদাতের তৃতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দিচ্ছিলেন। জেনারেল সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় শাহাদাতবরণ করেন।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরানি জনগণ শহীদ সোলাইমানির রক্তের কথা কখনও ভুলে যায়নি এবং ভবিষ্যতেও ভুলে যাবেও না। তারা এ রক্তের বদলা নিশ্চিতভাবে নেবে এবং ওই হত্যকাণ্ডের পরিকল্পনাকারী ও ঘাতকদের নিশ্চিন্তে ঘুমাতে দেবে না।

আমেরিকাসহ ইসলামি বিপ্লবের শত্রুদের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, “জেনারেল সোলাইমানি যেভাবে তোমাদের অত্যাচার,  নিপীড়ন, অত্যধিক চাহিদা, আধিপত্য ও অহংকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যে প্রতিরোধ অক্ষ প্রতিষ্ঠা করেছিলেন তেমনিভাবে আমাদের যুবসমাজ শহীদ সোলাইমানির শাহাদাতের উদ্দীপনা থাকা পর্যন্ত তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন সন্ত্রাসী বাহিনী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সুলামানিকে শহীদ করে।ওই হামলায় তার সঙ্গে আরও শহীদ হন ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিস। ওই হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময়কার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ যেসব সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের তালিকা ইরানের হাতে রয়েছে।# পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: