• Jun 24 2024 - 17:47
  • 27
  • : Less than one minute

৬৮০টির অধিক স্বাস্থ্য ও চিকিৎসা প্রকল্প উদ্বোধন ইরানে

ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার এবং স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী মোট ৬৮৭টি স্বাস্থ্য ও চিকিৎসা প্রকল্পের উদ্বোধন করেন।

ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার এবং স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী মোট ৬৮৭টি স্বাস্থ্য ও চিকিৎসা প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলির মধ্যে ইয়াজদ, হরমোজগান, মারকাজি, কেরমান এবং সেমনান সহ নয়টি প্রদেশে ৯০টি চিকিৎসা প্রকল্প রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট জানিয়েছে, হাসপাতালগুলিকে ১ হাজার ৭২৯টি নতুন শয্যায় সুসজ্জিত করা হয়েছে।

এছাড়াও ২৯টি প্রদেশে এক লাখ সত্তর হাজার বর্গমিটার পরিকাঠামো সহ ৬৮টি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, ২৩৪টি স্বাস্থ্য সুবিধা, ৪৪টি চিকিৎসা কেন্দ্র, ৬টি মাতৃত্বকালীন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, ৭০টি ল্যাব এবং একটি সীমান্ত কোয়ারেন্টাইন কেন্দ্র সহ ৫৭৪টি স্বাস্থ্য প্রকল্প, ৫৬ হাজার বর্গ মিটার পরিকাঠামো সহ ১৪টি শিক্ষামূলক ও কল্যাণমূলক প্রকল্পও উদ্বোধন করা হয়েছে। সূত্র- তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: