৫ম মুস্তফা পুরস্কারে ডাক পেলেন ১৫০ জন মুসলিম বিজ্ঞানী
ইরানের ইসফাহান শহরে আগামী মাসে অনুষ্ঠত হতে যাচ্ছে ৫ম মোস্তফা পুরস্কার।
ইরানের ইসফাহান শহরে আগামী মাসে অনুষ্ঠত হতে যাচ্ছে ৫ম মোস্তফা পুরস্কার। এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম বিশ্বের বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্ব সম্পন্ন ১৫০ জন আলোকিত ব্যক্তি মর্যাদাপূর্ণ এই দ্বিবার্ষিক অনুষ্ঠানে যোগ দেবেন।
ইসফাহানের এলিট ফাউন্ডেশনের প্রধান হোসেইন রব্বানি বলেছেন, ৫ম মোস্তফা পুরস্কার অনুষ্ঠানটি ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ৫৭টি মুসলিম দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রের উচ্চ-প্রোফাইল বিজ্ঞানীদের ইসফাহানে আহ্বান জানানো হয়েছে।
মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিনিময় কর্মসূচির (এসটিইপি) ৯ম রাউন্ডেরও আয়োজন করা হবে। সূত্র: মেহর নিউজ
.