• Jan 4 2024 - 15:34
  • 45
  • : Less than one minute

৩ জানুয়ারি সৌদিতে ওমরাহযাত্রী পাঠানো শুরু করবে ইরান

রিয়াদের সঙ্গে একটি সমঝোতা চুক্তির কয়েক মাস পর নয় বছরে প্রথমবারের মতো ওমরাহযাত্রীদের সৌদি আরবে পাঠাতে শুরু করছে ইরান।

রিয়াদের সঙ্গে একটি সমঝোতা চুক্তির কয়েক মাস পর নয় বছরে প্রথমবারের মতো ওমরাহযাত্রীদের সৌদি আরবে পাঠাতে শুরু করছে ইরান।

ইরান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানির (আইএসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজা নাখজাভানি রোববার বলেছেন, দশটি বিমানবন্দর থেকে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হবে। ৯ বছরের বিরতির পরে এবছর হজযাত্রীদের পরিষেবায় থাকবে

মাশহাদ, শিরাজ, ইসফাহান, তাবরিজ, সারি, ইয়াজদ, বন্দর আব্বাস, আহভাজ, কেরমান, জাহেদান এবং ইমাম খোমেইনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর।

নাখজাওয়ানি আরও বলেন, নবী মুহাম্মদ (সা.)-এর শ্রদ্ধেয় কন্যা হযরত ফাতিমা আল-জাহরা (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে ৩ জানুয়ারি হজযাত্রী পাঠানো শুরু হবে। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: