• Jan 2 2024 - 09:12
  • 40
  • : Less than one minute

৩৫ দেশের পর্যটন রাজধানীর মর্যাদা পেল ইরানের ইয়াজদ

কেন্দ্রীয় ইরানি শহর ইয়াজদ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং সাংস্কৃতিক সমৃদ্ধিতে পরিপূর্ণ।

কেন্দ্রীয় ইরানি শহর ইয়াজদ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং সাংস্কৃতিক সমৃদ্ধিতে পরিপূর্ণ। ২০২৪ সালে এশিয়ান ডায়ালগ ফোরাম (এসিডি) এর সদস্য দেশগুলির মধ্যে পর্যটন রাজধানী হিসেবে মনোনীত হয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মান অর্জন করেছে শহরটি।
 
ইরানি সংবাদ মাধ্যমে বলা হয়, তাৎপর্যপূর্ণ এই ঘোষণা ইয়াজদকে এসিডি সদস্য দেশগুলির মধ্যে আন্তর্জাতিক আলোচনা ও সহযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরেছে। শহরটির গভীর ঐতিহ্য এবং স্থায়ী আকর্ষণ এই মর্যাদা অর্জনের পেছনে কাজ করেছে।
 
২০২৩ সালের অক্টোবর থেকে এসিডি-র সভাপতিত্বে থাকা ইরান, কেরমান এবং মাশহাদের প্রার্থীদের উপর ইয়াজদের বিজয় লাভ করেছে। সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতামূলক কূটনীতির আলোকবর্তিকা হিসেবে দেশটির অবস্থানকে দৃঢ় করেছে।
 
৩৫টি সদস্য দেশ নিয়ে এসিডি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রসারের একটি বিশিষ্ট প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করছে।
 
ইয়াজদের ঐতিহাসিক খ্যাতি, বিশ্বের প্রধান অ্যাডোব শহর হিসেবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদার প্রভাব এটির নতুন ভূমিকাকে আরও বাড়িয়ে তোলে। স্থাপত্যের বিস্ময়কর কাজের জন্যও শহরটি বিখ্যাত।
সূত্র: তেহরান টাইমস
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: