২ ইরানি নারী ক্রীড়াবিদকে সম্মানিত করল এশিয়ান প্যারালিম্পিক কমিটি
এশিয়ান প্যারালিম্পিক কমিটি পদকপ্রাপ্ত দুই ইরানী নারী ক্রীড়াবিদের ছবি প্রকাশ করে এশিয়ার নারী ক্রীড়াবিদদের সম্মানিত করেছে।
এশিয়ান প্যারালিম্পিক কমিটি পদকপ্রাপ্ত দুই ইরানী নারী ক্রীড়াবিদের ছবি প্রকাশ করে এশিয়ার নারী ক্রীড়াবিদদের সম্মানিত করেছে। বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রকাশিত এক বার্তায় এশিয়ান প্যারালিম্পিক কমিটি এ সম্মাননা জানায়।
বার্তায় ইরানি নারী ক্রীড়াবিদ সারা জাওয়ানমার্দি ও জাহরা নে’মাতিসহ এশিয়ার শীর্ষস্থানীয় কয়েকজন নারী ক্রীড়াবিদের ছবি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, “আজ বিভিন্ন প্যারা ক্রীড়ায় এশিয়ার নারী ক্রীড়াবিদদের দৃঢ় সংকল্প, সাহস ও সাফল্য উদযাপনের একটি দিন।”
প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিকভাবে ‘বিশ্ব নারী দিবস’ উদযাপিত হয়। এ উপলক্ষে এই দিন বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠান ও সংস্থা বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানকে স্বীকৃতি জানায়।
জাহরা নে’মাতি ও সারা জাভানমার্দি বিভিন্ন প্যারালিম্পিক ইভেন্ট এবং বিশ্ব প্রতিযোগিতায় পদক জয়ের পাশাপাশি কয়েক মাস আগে চীনের হাংজুতে প্যারা-এশিয়ান গেমসে স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন।
জাওয়ানমার্দি তার সন্তানকে নিয়ে পদক গ্রহণের মঞ্চে ওঠেন এবং নিজের পদক তার সন্তানের গলায় পরিয়ে দেন। বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করে।
পার্সটুডে