২৯তম তেহরান আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রদর্শনী শুরু
তেহরানের ইমাম খোমেইনি মোসাল্লায় ২৯তম তেহরান আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রদর্শনী শুরু হয়েছে।
তেহরানের ইমাম খোমেইনি মোসাল্লায় ২৯তম তেহরান আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রদর্শনী শুরু হয়েছে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইলি এবং শিক্ষামন্ত্রী ইউসুফ নুরির উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কালিবাফ বলেন, পবিত্র কোরআন ফিলিস্তিনি যুবকদের ইসরাইলি দখলদার শাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে হৃদয় থেকে লড়তে সাহস যোগাচ্ছে। ইরানি এই কর্মকর্তা আরও বলেন, কুরআন মুসলমানদের মধ্যে একটি সাধারণ ভাষা। এই ধরনের প্রদর্শনীর আয়োজন মুসলমানদের একে অপরের কাছাকাছি আসতে এবং জীবনকে আরও ভালোভাবে প্রভাবিত করতে সাহায্য করে। সূত্র: ইউনিউজ।
.